তহবিল ফুরালেও এখনই বন্ধ হচ্ছে না কক্সবাজারের লাইফগার্ড সেবা, চলবে আরও ৩ মাস

দাতা সংস্থার অর্থায়ন শেষ হয়ে যাওয়ায় সেপ্টেম্বরেই বন্ধ হওয়ার কথা ছিল কক্সবাজারের লাইফগার্ড সেবা। তবে জেলা প্রশাসনের উদ্যোগে আগামী তিন মাস এটি চালু থাকবে, খোঁজা হবে স্থায়ী সমাধানের পথ।