রাশিয়া-ইরান সামরিক মৈত্রী: পশ্চিমাদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা!

এ কথা বলা বাহুল্য, বর্তমান পরিবর্তনশীল বৈশ্বিক রাজনৈতিক পরিমণ্ডলে ইরান ও রাশিয়ার এ সামরিক সহযোগিতার তাৎপর্য রয়েছে — বিশেষত পশ্চিমাবিশ্বের সবচেয়ে বড় জুজু এ দুই দেশের হাতে হাত মেলানো পশ্চিমাদের জন্য...