নাইকির ভেপরফ্লাই পায়ে ম্যারাথন জয়, কিন্তু জুতার পরিচয় ছিল গোপন
২০১৬ সাল থেকেই দৌড় প্রতিযোগিদের মধ্যে এই জুতার ব্যবহার উল্লেখযোগ্য ভাবে লক্ষ করা গেছে। গবেষণা বলছে, অন্যান্য ব্র্যান্ডের জুতার তুলনায় এই জুতার সোলের ডিজাইন দৌড়বিদদের অন্তত ৪% বেশি টানা সক্ষমতা দেয়।