বগুড়ার ভাসুবিহারে মিলল হাজার বছরের প্রত্নসম্পদ

ভাসুবিহারে গত ৪ ফেব্রুয়ারি খনন শুরু করলে মাটির সামান্য নিচেই পাওয়া যায় পাল আমলে তৈরি ইটের দেয়াল, মাটির মূর্তি, নকশা করা ইট, মৃৎপাত্রের অসংখ্য টুকরাসহ গুরুত্বপূর্ণ অনেক নিদর্শন।