ঘোড়াটানা গাড়ি থেকে বৈদ্যুতিক গাড়ি: আগামীদিনের পরিবহন..
আতলান্তিক সাগরের দুই পারের সমাজই ঘোড়ার ওপর অব্যাহতভাবে নির্ভরশীল হয়ে উঠছিল। ১৮৭০-১৯০০ সালের ভেতর আমেরিকান শহরগুলোয় ঘোড়ার সংখ্যা চার গুণ বেড়ে ওঠে। অন্যদিকে জনসংখ্যা বাড়ে প্রায় দ্বিগুন। শতকের সূচনায়...