চীনে ‘রোবট অলিম্পিক’: রোবটরা দৌড়ায়, ফুটবল খেলে, পড়ে নষ্টও হয়ে যায়!

বেইজিংয়ে অনুষ্ঠিত রোবট গেমসে ফুটবলের ম্যাচ চলাকালীন রোবটগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে বারবার পড়ে যাচ্ছিল। তারপরও এ গেমসের টিকিটের দাম ছিল ১২৮ থেকে ৫৮০ ইউয়ান (১৭.৮৩-৮০.৭৭ ডলার)।