‘তুমি সত্যের জন্য লড়াই ছেড়ে বেরিয়ে আসোনি, পেছনে ফিরে তাকাওনি', ভাইকে নিয়ে প্রিয়াঙ্কা

এবার ভোটে দাঁড়াননি প্রিয়াঙ্কা। কিন্তু সবসময় থেকেছেন রাহুলের পাশে। এ নিয়েও তাকে সমালোচনা শুনতে হয়েছে।