কুয়েটের ভিসি-প্রো ভিসি কেউ পদত্যাগ করেননি, এখনও দায়িত্বে; স্বাক্ষর করছেন নিয়োগ ও বদলির কাগজে
বুধবার রাতে অপসারণ প্রক্রিয়া শুরুর খবর গণমাধ্যমে প্রকাশ হলেও, বৃহস্পতিবারও ভিসি ক্যাম্পাসের বাংলোতেই অবস্থান করেছেন। ওই দিন তিনি একাধিক অফিসিয়াল (দাপ্তরিক) নথিতে স্বাক্ষর করেছেন।