ভয়েস অব আমেরিকা বন্ধে ট্রাম্পের নির্দেশ আটকে দিলেন বিচারক

বিচারক রয়েস ল্যামবার্থ বলেন, প্রশাসন সম্ভবত আন্তর্জাতিক সম্প্রচার আইন (ইন্টারন্যাশনাল ব্রডকাস্টিং অ্যাক্ট) এবং কংগ্রেসের অর্থ বরাদ্দের ক্ষমতাও লঙ্ঘন করেছে।