৫০ বছর আগের ভীতিকর স্মৃতি: ভারত সরকার ৮০ লাখ পুরুষকে জোরপূর্বক বন্ধ্যাকরণ করায়

তখন ভারতে জরুরি অবস্থা চলছিল,ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ১৭ মাসের এক কঠোর শাসন। গণতন্ত্রের নামে ছিল স্বৈরতন্ত্র।সেই সময় বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তায় চালু হয় জোরপূর্বক বন্ধ্যাকরণ কর্মসূচি।