থিয়েটারের মঞ্চের মুকুটে মিলল ১১৯ বছরের পুরোনো কাচের বোতল
থিয়েটারের ৪০ মিলিয়ন পাউন্ডের সংস্কারকাজের অংশ হিসেবে আয়োজিত সফরে অংশ নিয়েছিলেন দাতাদের একজন, ৪৮ বছর বয়সী হিউম। কৌতূহলবশতই তিনি মুকুটের পেছনে হাত বাড়ান। তখনই তিনি আবিষ্কার করেন পুরোনো কাচের বোতলটি।