বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের পাশে বিধায়ক রাজ, সমস্যা বসতবাড়ি নিয়ে
বাড়ির পাশে একটি শপিং কমপ্লেক্স ও বহুতল আবাসন তৈরি হচ্ছে। আর তার জেরেই ভেঙে পড়েছে ‘বিভূতিভূষণের বাড়ি’র পাচিল। বাড়ির দেওয়ালের একটা অংশেও বড়সড় চিড়। একতলা থৈ থৈ করছে পানিতে।
