রোজিনার বাড়ির লজিং মাস্টার, ‘রসের বাইদানি’ থেকে ‘তাণ্ডব’, ৩০০ ছবির পরিবেশক মাস্টার ভাই!

মায়া বড়ির মডেল হওয়ায় রোজিনাকে তখন ডাকা হতো মায়া কন্যা নামে। বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে চুক্তি অনুযায়ী মাসে পেতেন তিন হাজার টাকা—সে সময়ে যা ছিল বড় অঙ্ক। তবে এর জন্য মূল্যও দিতে হয়েছিল তাকে।