ভারতবর্ষের প্রথম বিলেতি শিক্ষায় শিক্ষিত নারীদের একজনের ১৮৭৮ সালে প্যারিস ভ্রমণের স্মৃতি 

আমাদের সামনে একটা বিশাল জলাশয়, তার মধ্যে শয়ে শয়ে ঝরনা খেলে বেড়াচ্ছে। কিছু ঝরনা দেখতে গাছের মতো — এরকম আরও নানা বস্তুর প্রতিকৃতি। সবচেয়ে বড় ঝরনাটা বছরে কেবল আজকের দিনটাতেই খেলে। ওটা নেপচুন তথা জলের...