অভিমানে বেরিয়ে যান বাসা থেকে, ২ দিন পর ধানমন্ডি লেকে মিলল তরুণের মরদেহ

ধানমন্ডি থানার এসআই মো. খলিলুর বলেন, পরিবার জানিয়েছে পড়ালেখা করতেন না ওমর এবং বেকার ছিলেন। এসব নিয়ে গত শুক্রবার মায়ের সঙ্গে রাগারাগি হয় ওমরের।