হোল্ডার ডুবিয়েছেন খুলনাকে, মত মিরাজের

শেষ ওভারে তিন বোলারের বিপক্ষে ১৫ রান ‘ডিফেন্ড’ না করতে পারলেও পেসার মুশফিক হাসানকে দায় দিতে চান না মিরাজ। তার মতে, ক্যারিবীয় অলরাউন্ডার হোল্ডারই ডুবিয়েছেন ম্যাচ।