১১ বছর পর বিজয়ের সেঞ্চুরি, চট্টগ্রাম-ঢাকা মেট্রোর রুদ্ধশ্বাস জয়
বল সীমানা ছাড়া হতেই এক হাতে ব্যাট, আরেক হাতে হেলমেট নিয়ে উইকেটে উপুর হয়ে শুয়ে পড়েন বিজয়। এরপর শুয়েই মুখ ফেরান আকাশপানে, হেলমেট ও ব্যাট উঁচিয়ে তৃপ্তির হাসিতে সারেন সেঞ্চুরি উদযাপনের প্রথম পর্ব।