ইফতার কিনতে চকবাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড়, দাম নিয়ে অসন্তুষ্টি 

পুরান ঢাকার এক বাসিন্দা বলেন, ‘বাসায় ইফতার বানানো হলেও বাইরে থেকে ইফতার না নিলে, মনে হয় কিছু একটা অসম্পূর্ণ থেকে গেল। তবে এ বছর ইফতারের দাম বেশি থাকায় একটু কম কম কিনছি।’