ভাড়ার সঙ্গে 'ঈদ বকশিশ' হিসেবে বাড়তি ৮৩২ কোটি টাকা আদায় গণপরিবহন মালিকদের: রিপোর্ট
সংগঠনটি জানায়, সরকার বাস-লঞ্চ ও বিভিন্ন গণপরিবহনের ভাড়া নির্ধারণে চালক, সহকারীর বেতন-ভাতা ও দুই ঈদের বোনাস প্রতিদিনের আদায়কৃত ভাড়ায় ধার্য রাখলেও দেশের কোনো পরিবহনে তা কার্যকর নেই। ফলে এবারের ঈদে ৯৮...