শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ, বিদেশি নাগরিক আটক
সোমবার দিবাগত রাত ২:৩০ মিনিটে কাতার এয়ারলাইন্সের ফ্লাইটটি ৬ নম্বর বোর্ডিং ব্রিজে যুক্ত হওয়ার পর গোয়েন্দা কর্মকর্তারা তথ্য অনুযায়ী ৩০এ সিটের যাত্রী মিস. ক্যারেন পেটুলা স্টাফেলকে শনাক্ত করেন।