লোগো নিয়ে বিতর্ক: স্টারবাকসের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জিতল করাচির 'সাত্তার বকশ'

'সাত্তার বকশ' ক্যাফের সবুজ রঙের গোল লোগোতে এক গোঁফওয়ালা লোকের ছবি দেখে অনেকেই বলেন, এটি স্টারবাকসের বিখ্যাত মারমেইড প্রতীকের লোগোকে মজা করে অনুকরণ করা হয়েছে।