ভুলে হোয়াইট হাউসের গ্রুপ চ্যাটে যোগ করা হলো সাংবাদিককে, ফাঁস হলো ইয়েমেন হামলার পরিকল্পনা

‘দ্য আটলান্টিক’ পত্রিকার প্রধান সম্পাদক জেফরি গোল্ডবার্গ জানান, তিনি হঠাৎ করেই সিগন্যাল নামের এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপে একটি চ্যাট গ্রুপে যুক্ত হন। ওই গ্রুপের নাম ছিল ‘হুথি পিসি স্মল গ্রুপ’।