মোদির যুক্তরাষ্ট্র সফরের আগে বিলাসবহুল গাড়ি ও বাইকসহ ৩০ মার্কিন পণ্যের আমদানি শুল্ক কমাচ্ছে ভারত

সর্বোচ্চ আমদানি শুল্ক হ্রাসের পর, ভারত বিলাসবহুল গাড়ি ও রাসায়নিকসহ ৩২টি পণ্যের ওপর ৫ থেকে ৭০ শতাংশ হারে কৃষি অবকাঠামো উন্নয়ন উপকর (এআইডিসি) আরোপ করেছে। পূর্বে এসব পণ্য এআইডিসি শুল্কমুক্ত ছিল।