মিরপুরে পুরনো লড়াইয়ের ঝাঁঝ, রুদ্ধশ্বাস ম্যাচে মোহামেডানকে হারালো আবাহনী

একটা সময়ে ঐতিহ্যবাহী এই দুই দল মুখোমুখি হওয়া মানেই ছিল ধুন্ধুমার লড়াই। যদিও তা দূরের অতীত হয়েছে বেশ আগে। সোমবারের ম্যাচে পুরনো লড়াইয়ের সেই ঝাঁঝ মিললো, ফলের জন্য অপেক্ষা করতে হলো শেষ দুই বল পর্যন্ত।