হাতে আঁকা পতাকা, রাশিয়ার চাল: ১৮ দিন মরচে ধরা ট্যাংকারের পিছু কেন এত ছুটল যুক্তরাষ্ট্র?
আটলান্টিকে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ধাওয়ার পর গত ৭ জানুইয়ারি ভেনেজুয়েলা সংশ্লিষ্ট রুশ পতাকাবাহী তেলের ট্যাংকারটি জব্দ করে যুক্তরাষ্ট্র।
আটলান্টিকে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ধাওয়ার পর গত ৭ জানুইয়ারি ভেনেজুয়েলা সংশ্লিষ্ট রুশ পতাকাবাহী তেলের ট্যাংকারটি জব্দ করে যুক্তরাষ্ট্র।