অপেরা হাউসে হাজারও চারাগাছই যখন দর্শক!

দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে গেল স্পেনের বিখ্যাত অপেরা হাউস 'গ্রান তিয়েত্রে দেল লিসিও'। দর্শক সারি কাণায় কাণায় ভরে ওঠল ২ হাজার ২৯২টি গাছের চারায়! ওদেরই সংগীত শোনালেন মিউজিশিয়ানরা।