২০টি সিটি কাউন্সিল গঠিত হলে কী সুবিধা পাবে নগরবাসী?
১৩ বছরে আগে উত্তর ও দক্ষিণ—এ দুই সিটিতে বিভক্ত হয়েছিল ঢাকা সিটি করপোরেশন। এখন এই বিভাজন তুলে দেয়ার সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। তারা সমগ্র ঢাকা মহানগর এলাকার জন্য একক ঢাকা সিটি করপোরেশন করার পরামর্শ দিয়েছে। কাজের পরিধি, কাঠামো ও নির্বাচনের ধরনেও বড় রকমের পরিবর্তন করতে বলেছে কমিশন। কী সেগুলো এবং তাতে নাগরিক পরিষেবা কতটা বৃদ্ধি ও উন্নত হবে সে বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিসের পরিচালক ড. মাহফুজ কবীর। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।