কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
কলকাতায় চরম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে শুরু হলেও, দূষণ-জর্জরিত দিল্লিতে নির্বিঘ্নেই তিন দিনের ভারত সফর শেষ করলেন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি।
সোমবার (১৫ ডিসেম্বর) আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির এই তারকাকে এক নজর দেখতে দিল্লির একটি স্টেডিয়ামে হাজার হাজার ভক্তের ঢল নামে। সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলকে সঙ্গে নিয়ে মেসি যখন মাঠে প্রবেশ করেন, তখন গ্যালারি জুড়ে দর্শকরা সমস্বরে তার নাম ধরে চিৎকার করতে থাকেন। মাঠে অবস্থানকালে মেসিকে গ্যালারির দিকে বল ছুড়ে দিতে, একদল শিশুর সঙ্গে খেলতে এবং ভক্তদের অটোগ্রাফ দিতে দেখা যায়।
স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, কুয়াশার কারণে মুম্বাই থেকে মেসির ফ্লাইট বিলম্বিত হওয়ায় তার কর্মসূচিতে কিছুটা কাটছাঁট করতে হয়। এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) কলকাতায় উপস্থিত হলেও ভক্তরা তাকে দেখতে না পাওয়ায় স্টেডিয়ামে ব্যাপক ভাঙচুর চালিয়েছিল।
শনিবার ভোরে ভারতে পৌঁছানোর পর থেকেই মেসিকে ব্যস্ত সময়সূচির মধ্য দিয়ে যেতে হয়েছে। কলকাতা, হায়দ্রাবাদ এবং মুম্বাইয়ে বেশ কয়েকটি প্রচারমূলক অনুষ্ঠানে অংশ নেন তিনি।
সেদিন বিকেলে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে যাওয়ার আগে, তিনি ভার্চুয়ালি নিজের একটি ৭০ ফুট উঁচু মূর্তির উন্মোচন করেন। ৪৫ জন কারিগর টানা ২৭ দিন ধরে মূর্তিটি তৈরি করেছিলেন।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ফুটবল ব্যাপক জনপ্রিয়। প্রিয় তারকাকে দেখতে হাজার হাজার সমর্থক ১২ হাজার রুপি (প্রায় ১০০ পাউন্ড বা ১৩৩ ডলার) পর্যন্ত খরচ করে টিকিট কেটেছিলেন। কিন্তু তাদের অধিকাংশই মেসিকে দেখার সুযোগ পাননি। স্টেডিয়ামে হাঁটার সময় তিনি কর্মকর্তা ও সেলিব্রিটিদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
কলকাতার 'দ্য টেলিগ্রাফ' পত্রিকা লিখেছে, 'এই ইভেন্টের দুর্বল ব্যবস্থাপনা, সমন্বয়ের অভাব এবং নিরাপত্তা ত্রুটি স্টেডিয়ামটিকে রণক্ষেত্রে পরিণত করেছিল। মেসিকে এক নজর দেখতে না পেয়ে ভক্তরা সহিংসতায় জড়িয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন।'
তবে হায়দ্রাবাদ এবং মুম্বাইয়ে মেসির সফর নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। বিশ্বখ্যাত এই তারকাকে দেখতে পেয়ে ভক্তরা অনলাইনে এবং গণমাধ্যমের সাক্ষাৎকারে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
সফরকালে মেসি বেশ কয়েকজন রাজনীতিবিদ ও তারকার সঙ্গে সাক্ষাৎ করেন। কলকাতায় বলিউড সুপারস্টার শাহরুখ খান, হায়দ্রাবাদে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং মুম্বাইয়ে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। এসব সাক্ষাতের ফাঁকে মেসিকে স্টেডিয়ামে বিশাল জনসমাবেশের উদ্দেশে হাত নাড়তে এবং শিশুদের সঙ্গে বল পায়ে কারিকুরি করতে দেখা যায়।
এর আগে খবর ছিল, দিল্লিতে মেসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন। কিন্তু পূর্বনির্ধারিত সফরে প্রধানমন্ত্রী সোমবার সকালে জর্ডান, ইথিওপিয়া এবং ওমানের উদ্দেশে দেশ ত্যাগ করায় তা সম্ভব হয়নি।
