Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 31, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 31, 2025
তরুণদের সর্বস্বান্ত করে বিলিয়ন ডলারের সাম্রাজ্য, আসক্তি রোধে নিষেধাজ্ঞা; ভারতে রমরমা বেটিং সাম্রাজ্যের উত্থান-পতন

আন্তর্জাতিক

বিবিসি
28 August, 2025, 03:20 pm
Last modified: 28 August, 2025, 03:22 pm

Related News

  • কেরালায় ম্যানেজার নিষিদ্ধ করলেন গরুর মাংস, প্রতিবাদে ব্যাংকের সামনেই ‘বিফ পার্টি’ কর্মীদের
  • দশেরা উৎসব উদ্বোধনে বুকারজয়ী বানু মুশতাকের আমন্ত্রণ ঘিরে ভারতে রাজনৈতিক বিতর্ক
  • বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ভারতকে দায়ী করল পাকিস্তান
  • ইউক্রেন সংঘাতকে ‘মোদির যুদ্ধ’ বলে অভিহিত করলেন ট্রাম্পের উপদেষ্টা
  • মার্কিন চাপ উপেক্ষা করে সেপ্টেম্বরে রুশ তেল আমদানি আরও বাড়াবে ভারত

তরুণদের সর্বস্বান্ত করে বিলিয়ন ডলারের সাম্রাজ্য, আসক্তি রোধে নিষেধাজ্ঞা; ভারতে রমরমা বেটিং সাম্রাজ্যের উত্থান-পতন

কিছুদিন আগে ভারত সরকার এই ধরনের অনলাইন জুয়া খেলা নিষিদ্ধ করার জন্য একটি বিল পাস করেছে। সরকারের যুক্তি অনুযায়ী, এই গেমগুলো ক্রমশ আসক্তি তৈরি করে চরম আর্থিক সংকটের জন্ম দিচ্ছে।
বিবিসি
28 August, 2025, 03:20 pm
Last modified: 28 August, 2025, 03:22 pm
কয়েক দিন আগে ভারত সরকার এই ধরনের অনলাইন জুয়া খেলা নিষিদ্ধ করার জন্য একটি বিল পাস করেছে। ছবি: এএফপি

অনলাইন বেটিং এর কথা শুনলে আজও শিউরে ওঠেন কার্তিক শ্রীনিবাস (ছদ্মনাম)। দ্রুত টাকা কামানোর আকাঙ্ক্ষা দিয়ে শুরু হওয়া শেষ পর্যন্ত তার পাঁচ বছরের এক ভয়াবহ আসক্তিতে পরিণত হয়। ২৬ বছর বয়সী এই তরুণ তার সব সঞ্চয়, মানসিক শান্তি এবং প্রায় তার ভবিষ্যৎও খুইয়েছেন এই নেশায়। 

২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে কার্তিক ১৫ লাখ রুপিরও বেশি হারিয়েছেন এই অনলাইন বেটিং এর পিছে। এর মধ্যে তার তিন বছরের উপার্জন, সঞ্চয় এবং বন্ধু ও পরিবারের কাছ থেকে নেওয়া ঋণও ছিল।

তিনি বলেন, 'বিভিন্ন অ্যাপস, স্থানীয় বুকি (যারা বাজি হার-জিতের হিসাব রাখে), আন্তর্জাতিক প্ল্যাটফর্ম…আমি সবকিছু চেষ্টা করেছি। আমি পুরোপুরি আসক্ত হয়ে পড়েছিলাম।' ২০২৪ সালের মধ্যে তিনি পুরোপুরি ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েন।

কার্তিকের এই করুণ দুর্দশাই ভারতের একসময়ের রমরমা 'রিয়েল মানি গেমস' (আরএমজি) অনলাইন গেমিং সাম্রাজ্যের অন্ধকার দিক তুলে ধরে। এই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে খেলোয়াররা পোকার, ফ্যান্টাসি স্পোর্টস এবং অন্যান্য খেলায় নগদ অর্থ বাজি ধরে। কার্তিকের মতো অসংখ্য তরুণ এখন এই নেশার শিকার হয়ে নিজেদের জীবন নষ্ট করেছেন। 

কয়েক দিন আগে ভারত সরকার এই ধরনের অনলাইন জুয়া খেলা নিষিদ্ধ করার জন্য একটি বিল পাস করেছে। সরকারের যুক্তি, এই গেমগুলো ক্রমশ আসক্তি তৈরি করে চরম আর্থিক সংকটের জন্ম দিচ্ছে।

নতুন আইন অনুযায়ী, এই ধরনের পরিষেবা চালু রাখা বা সহায়তাকারীদের তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ কোটি রুপি পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। যারা এসব গেমের প্রচার করবে, তাদের দুই বছরের জেল এবং ৫ কোটি রুপি জরিমানা হতে পারে। তবে, যেসব ব্যবহারকারী এসব খেলায় অংশ নেবে, তাদের অপরাধী হিসেবে নয়, বরং শিকার হিসেবে দেখা হবে।

ভারতের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, অনলাইন মানি গেমগুলো প্রায় ৪৫ কোটি ভারতীয়কে ক্ষতিগ্রস্ত করেছে। এর ফলে ২০০ বিলিয়ন রুপিরও বেশি আর্থিক ক্ষতি হয়েছে এবং অনেকের মধ্যে 'বিষণ্নতা' ও 'আত্মহত্যার' প্রবণতা তৈরি হয়েছে। যদিও গত সপ্তাহে সংসদে উপস্থাপিত এই তথ্যের উৎস স্পষ্ট নয়।

তবে এই নিষেধাজ্ঞা জারির পর এই সাম্রাজ্যের সাথে সংশ্লিষ্ট অনেকেই একে 'হঠকারী সিদ্ধান্ত' বলে অভিহিত করেছেন। তাদের দাবি, এই পদক্ষেপ একটি বিকাশমান খাতকে পঙ্গু করে দিয়েছে; বরং যাদের সুরক্ষার জন্য এই আইন প্রণয়ন করা হয়েছে, তাদেরই ক্ষতি করবে।

নিষেধাজ্ঞার আগে ভারতে প্রায় ৪০০টি রিয়েল মানি গেমস (আরএমজি) স্টার্টআপ ছিল। এই খাত থেকে বার্ষিক প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন ডলার রাজস্ব আসতো এবং ২ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান হতো। এমনকি, এদের মধ্যে 'ড্রিম১১' নামক একটি প্রতিষ্ঠান ভারতের জাতীয় ক্রিকেট দলেরও পৃষ্ঠপোষকতা করেছিল।

ভারতে এটিই প্রথম কেন্দ্রীয় আইন যা অনলাইন জুয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করলো, যদিও এই খাতটি দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে। ওড়িশা, আসাম, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার মতো রাজ্যগুলো ইতোমধ্যেই নিজস্ব নিষেধাজ্ঞা কার্যকর করেছে। এর আগে ২০২৩ সালে কেন্দ্রীয় সরকার অনলাইন জুয়ার ওপর ২৮ শতাংশ কর আরোপ করেছিল।

এত প্রতিকূলতা সত্ত্বেও, এই শিল্প বড় বৈশ্বিক বিনিয়োগ এবং তারকাদের সমর্থন আকর্ষণ করে ফুলেফেঁপে উঠছিল।

আইনজীবী জয় সাইতা বলেন, এই নিষেধাজ্ঞা বিনিয়োগকারীদের জন্য একটি 'বিরাট ধাক্কা', যারা এসব স্টার্টআপে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছিলেন। তিনি আরও বলেন, এই শিল্পে কিছু নিয়ন্ত্রণের প্রয়োজন থাকলেও, তাড়াহুড়ো করে এবং কোনো পরামর্শ ছাড়াই আইনটি কার্যকর করা হয়েছে।

আইন পাস হওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ড ড্রিম১১-এর সঙ্গে স্পন্সরশিপ শেষ করেছে। ছবি: এনডিটিভি

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ বিলিয়ন ডলারের ড্রিম১১, যা একসময় ভারতের ক্রিকেট দলের প্রধান পৃষ্ঠপোষক ছিল। এছাড়া, ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের মাই১১সার্কেল-ও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অংশীদার ছিল। দুটি প্রতিষ্ঠানই তাদের রিয়েল-মানি গেমিং কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

অনলাইন গেমিং এর এই সাম্রাজ্যের অন্যতম প্রধান অভিযোগ হলো, আইনটি সিদ্ধান্ত গ্রহণ, প্রতিভা এবং জ্ঞান সম্পর্কিত 'দক্ষতার খেলা' এবং সম্পূর্ণরূপে ভাগ্যের উপর নির্ভরশীল 'ভাগ্যের খেলা'-র মধ্যে কোনো পার্থক্য করেনি। দুটিকেই নিষিদ্ধ করা হয়েছে।

অতীতে বেশ কয়েকটি ভারতীয় হাইকোর্ট রায় দিয়েছে যে অনলাইন মানি গেমগুলো দক্ষতার আওতায় পড়ে এবং সেগুলোকে জুয়া হিসেবে গণ্য করা যায় না। 

এই যুক্তির ভিত্তিতেই কর্ণাটক এবং তামিলনাড়ুর আদালতগুলো গেমিং প্ল্যাটফর্মের ওপর রাজ্য-স্তরের নিষেধাজ্ঞা খারিজ করে দিয়েছিল। এমনকি, ২০২২ সালে ভারতের সুপ্রিম কোর্টও পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের একটি রায় বহাল রাখে, যেখানে ফ্যান্টাসি স্পোর্টসকে 'দক্ষতার খেলা' হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়।

ড্রিম১১-এর নীতি-যোগাযোগ ব্যবস্থাপক হিসেবে কাজ করা স্মৃতা সিং চন্দ্র লিঙ্কডইনে লিখেছেন, 'কোনো রকম প্রস্তুতি, সূক্ষ্ম বিবেচনা বা অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা না করেই' এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ভারতের গেমিং ফেডারেশনগুলোর মতে, 'নিয়ন্ত্রিত এবং দায়িত্বশীল ভারতীয় প্ল্যাটফর্মগুলো' বন্ধ করে দিলে কোটি কোটি খেলোয়াড় অবৈধ নেটওয়ার্ক, বিদেশি জুয়ার ওয়েবসাইট এবং কোনো সুরক্ষা ছাড়াই পরিচালিত অসাধু অপারেটরদের হাতে চলে যাবে। 

তবে ভারতীয় সরকারের যুক্তি অনুসারে, এমনকি বৈধ রিয়েল-মানি গেমিং প্ল্যাটফর্মগুলোও 'অস্বচ্ছ অ্যালগরিদম' ব্যবহার করে, যা ব্যবহারকারীদের জেতা প্রায় অসম্ভব করে তোলে। তিনি বলেন, এই অ্যালগরিদম এমনভাবে ডিজাইন করা হয়, যা গেমিং প্ল্যাটফর্মের পক্ষেই কাজ করে, নিশ্চিত করে যে চূড়ান্ত বিজয়ী প্রায় সবসময় তারাই হবে। 

মি. গোন্ডাল স্পষ্টভাবে বলেন, 'এই গেমগুলো মূলত জুয়ারই নামান্তর। এগুলোকে 'দক্ষতার খেলা' বলাটা অনেকটা অ্যালকোহলকে আখের রস হিসেবে ব্র্যান্ডিং করার মতো!'

Related Topics

টপ নিউজ

ভারত / অনলাইন বেটিং / অনলাইন গেমিং / জুয়া / রিয়েল মানি গেমস / আরএমজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাকরাইলে লাঠিপেটা করা লাল টি-শার্ট পরা সেই ব্যক্তির পরিচয় মিলল
  • ‘হুমকি’, মামলায় যেভাবে এস আলমের ১০,৫০০ কোটি টাকা ঋণ আদায় করতে পারছে না ইসলামী ব্যাংক
  • কাঠগড়ায় মা-বোন ও স্ত্রীকে দেখে কাঁদলেন তৌহিদ আফ্রিদি; 'যেতে চান না সিআইডির কাছে, যেন ভয় পাচ্ছেন'
  • ‘আশঙ্কাজনক’ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি নুরুল হক নূর
  • ট্রাম্পের আরোপ করা অধিকাংশ শুল্ক অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • চট্টগ্রামে এক বছরে ৭৩,১০১ কোটি টাকা খেলাপি ঋণের মামলা, ৮৬ শতাংশই এস আলম গ্রুপের

Related News

  • কেরালায় ম্যানেজার নিষিদ্ধ করলেন গরুর মাংস, প্রতিবাদে ব্যাংকের সামনেই ‘বিফ পার্টি’ কর্মীদের
  • দশেরা উৎসব উদ্বোধনে বুকারজয়ী বানু মুশতাকের আমন্ত্রণ ঘিরে ভারতে রাজনৈতিক বিতর্ক
  • বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ভারতকে দায়ী করল পাকিস্তান
  • ইউক্রেন সংঘাতকে ‘মোদির যুদ্ধ’ বলে অভিহিত করলেন ট্রাম্পের উপদেষ্টা
  • মার্কিন চাপ উপেক্ষা করে সেপ্টেম্বরে রুশ তেল আমদানি আরও বাড়াবে ভারত

Most Read

1
বাংলাদেশ

কাকরাইলে লাঠিপেটা করা লাল টি-শার্ট পরা সেই ব্যক্তির পরিচয় মিলল

2
অর্থনীতি

‘হুমকি’, মামলায় যেভাবে এস আলমের ১০,৫০০ কোটি টাকা ঋণ আদায় করতে পারছে না ইসলামী ব্যাংক

3
বাংলাদেশ

কাঠগড়ায় মা-বোন ও স্ত্রীকে দেখে কাঁদলেন তৌহিদ আফ্রিদি; 'যেতে চান না সিআইডির কাছে, যেন ভয় পাচ্ছেন'

4
বাংলাদেশ

‘আশঙ্কাজনক’ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি নুরুল হক নূর

5
আন্তর্জাতিক

ট্রাম্পের আরোপ করা অধিকাংশ শুল্ক অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

6
অর্থনীতি

চট্টগ্রামে এক বছরে ৭৩,১০১ কোটি টাকা খেলাপি ঋণের মামলা, ৮৬ শতাংশই এস আলম গ্রুপের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net