এনবিআরে একসঙ্গে ৪১ কর্মকর্তা বদলি, দুই সপ্তাহে ৩ শতাধিক; বরখাস্ত ৩০

দেশের রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাঠ পর্যায়ে ব্যাপক রদবদল চলছে। সর্বশেষ মঙ্গলবার (১৯ আগস্ট) ৪১ জন অতিরিক্ত কর কমিশনারকে বদলি করা হয়েছে।
এর আগে ১৮ আগস্ট বদলি হন ১৩১ জন সহকারী কর কমিশনার। ১৭ আগস্ট কাস্টমস ক্যাডারের ৯ জন কমিশনার, ১৩ আগস্ট ৮৪ জন উপ-কর কমিশনার ও ৬ জন কমিশনার এবং ১২ আগস্ট কাস্টমস ক্যাডারের ৭৩ জন উপ-কমিশনারকে বদলি করা হয়।
এভাবে গত দুই সপ্তাহেরও কম সময়ে বদলি হয়েছেন ৩ শতাধিক কর্মকর্তা।
প্রতি বছর বাজেটের পর এনবিআরের মাঠ প্রশাসনে বদলি হওয়া স্বাভাবিক বিষয়। তবে এবার কর্মকর্তাদের আন্দোলনের পর বিপুল সংখ্যক কর্মকর্তার বদলির কারণে বিষয়টি রাজস্ব প্রশাসনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বদলির পাশাপাশি বিভিন্ন সময়ে বরখাস্ত হয়েছেন ৩০ জন কর্মকর্তা এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে ৫ জনকে। আন্দোলনে অংশগ্রহণের কারণে সর্বশেষ মঙ্গলবার ৯ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
ফলে এনবিআরজুড়ে আতঙ্ক ও অস্বস্তি বিরাজ করছে।