এনভিডিয়ার পর এবার ৪ ট্রিলিয়ন ডলারের মাইলফলকে মাইক্রোসফট

বিশ্বে দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য ছাড়াল মাইক্রোসফট। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি নির্মাতা এনভিডিয়ার পর এ মাইলফলকে পৌঁছাল সফটওয়্যার জায়ান্ট কোম্পানিটি।
নিউইয়র্ক সময় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত শেয়ারবাজারে মাইক্রোসফটের শেয়ারদর ৪.৬ শতাংশ বেড়েছে। শেয়ারবাজারে কোম্পানিটি 'এমএসএফটি' নামে লেনদেন করে।
প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চাহিদা মেটাতে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে তারা ৩০ বিলিয়ন ডলার মূলধন ব্যয় করবে।
এর আগের দিন, বুধবার প্রতিষ্ঠানটি জানায়, তাদের ক্লাউড কম্পিউটিং সেবা 'অ্যাজিওর'-এর বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
স্টোনহেজ ফ্লেমিং গ্লোবাল বেস্ট আইডিয়াজ ইকুইটি ফান্ডের প্রধান পোর্টফোলিও ব্যবস্থাপক গেরিট স্মিত বলেন, "মাইক্রোসফট এখন ধীরে ধীরে একটি ক্লাউড অবকাঠামোভিত্তিক ব্যবসায়ে পরিণত হচ্ছে এবং এআই খাতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে রূপ নিচ্ছে; তা-ও আবার বড় ধরনের মূলধনী ব্যয়ের মধ্যেও মুনাফা এবং নগদ প্রবাহ ধরে রেখেছে কোম্পানিটি।"
ওয়াশিংটনের রেডমন্ডে সদরদপ্তর থাকা মাইক্রোসফট প্রথমবার ১ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছেছিল ২০১৯ সালের এপ্রিলে।
৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে মাইক্রোসফটের গতি ছিল তুলনামূলক কিছুটা ধীর। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির পথপ্রদর্শক এনভিডিয়া মাত্র এক বছরের মধ্যে নিজেদের বাজারমূল্য তিনগুণ করে চলতি বছরের ৯ জুলাই প্রথম কোনো কোম্পানি হিসেবে ৪ ট্রিলিয়ন ডলারের মাইলফলকে পৌঁছায়। আর দ্বিতীয় কোম্পানি হিসেবে পৌঁছল সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।
মাইক্রোসফটের আয় প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির রাজস্ব দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৪ বিলিয়ন ডলার।