আসন ভাগাভাগি নিয়ে আলোচনার অভিযোগ অসত্য ও বিভ্রান্তিকর: হাসনাত আবদুল্লাহ

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়ার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। একটি অনলাইন টকশোতে মজিবুর রহমান দাবি করেন, বিএনপির সঙ্গে পর্দার আড়ালে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করেছে এনসিপি।
তার ভাষায়, '৭০ বা ৫০টি আসন নিয়ে সমঝোতা হয়েছে। এটি হলে সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচন হয়ে যেতে পারে।'
আজ শনিবার (৩১ মে) এক ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ দাবি নাকচ করে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, 'বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে এনসিপি কোনো আলোচনায় যায়নি। এ ধরনের বক্তব্য সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।'
তিনি আরও বলেন, 'আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন টকশো ও নানা মাধ্যমে এনসিপিকে ঘিরে এক ধরনের ভুল ধারণা তৈরির চেষ্টা চলছে—যেন নির্বাচন পেছাতে চায় দলটি। কিন্তু আত্মপ্রকাশের শুরু থেকেই এনসিপি বিচার, সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপের পক্ষে কথা বলে আসছে।'
নির্বাচন নিয়ে দলের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, 'আওয়ামী লীগ আমলে হওয়া নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত হয়নি। তাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনিক সংস্কারসহ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।'
এনসিপির এই মুখ্য সংগঠক আরও বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে তা একচেটিয়া ও প্রশ্নবিদ্ধ হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তিনি চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে 'জুলাই চার্টারের' ভিত্তিতে নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
শেষে হাসনাত আব্দুল্লাহ বলেন, 'যেনতেন নির্বাচন যেন শুধু ক্ষমতার সিঁড়ি না হয়। বরং মৌলিক সংস্কারের মধ্য দিয়ে একটি অর্থবহ, অংশগ্রহণমূলক নির্বাচন হোক—এটাই এনসিপির প্রত্যাশা।' তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে বিভ্রান্তি পরিহার করে বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।