এখন থেকে ব্যাংকের মাধ্যমে ডলারে বিদেশে পেশাগত কোর্স ফি পাঠানো যাবে

কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাদাররা এখন থেকে বিদেশি প্রতিষ্ঠানে পেশাগত পরীক্ষা ও সার্টিফিকেশনের ফি ব্যাংকের মাধ্যমে ডলারে পাঠাতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ মঙ্গলবার (২০ মে) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, পেশাদার দক্ষতা উন্নয়নের সুবিধার্থে এ সুযোগ চালু করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যারা চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ), সার্টিফাইড ইক্যুইটি মার্কেট অ্যানালিস্ট (সিইএমএ), অ্যাসোসিয়েশন অফ চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ) ইত্যাদি পেশাগত বা শিক্ষাগত পরীক্ষার ফি পাঠাতে চান, তারা ব্যাংকের মাধ্যমে তা করতে পারবেন। এর জন্য আলাদাভাবে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হবে না।
সার্কুলারে বলা হয়েছে, প্রযোজ্য কর কর্তনের শর্তে বিদেশি প্রতিষ্ঠানের নামে রেমিট্যান্স পাঠানো যাবে। এই সুবিধা একবারে একটি করেসপন্ডেন্স কোর্সের জন্য প্রযোজ্য হবে এবং সংশ্লিষ্ট কোর্সের পুরো সময় জুড়ে বৈদেশিক মুদ্রা ক্রয় একই ব্যাংকের একটি নির্দিষ্ট শাখা থেকেই করতে হবে।
এ ছাড়া, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনের সুবিধার্থে প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা ফাইল সংরক্ষণে রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যাতে প্রাসঙ্গিক সব কাগজপত্র প্রস্তুত থাকবে।
ব্যাংকগুলো আন্তর্জাতিক কার্ড চ্যানেলের মাধ্যমেও রেমিট্যান্স পাঠাতে পারবে বলে জানানো হয়েছে সার্কুলারে।