নববর্ষ উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ একযোগে তা প্রচার করা হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস রোধে এ বছর সব ধরনের সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। বাংলা নববর্ষও বাড়িতে বসেই উদযাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এরইমধ্যে দেশের বিভিন্ন জেলার এলাকা লকডাউন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বন্ধ রয়েছে গণপরিবহন, মার্কেট, শপিংমলসহ সবকিছু।
করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় ১৩৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা ৩৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৯ জন।
গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সম্পর্কে নিয়মিত হেলথ বুলেটিনে রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।