অসুস্থ হয়ে আবারও হাসপাতালে পেলে
কদিন আগেই কোলন থেকে টিউমার অপসারণ করার জন্য অস্ত্রোপচারও করতে হয়েছে ৮২ বছর বয়সী পেলেকে।

ছবিঃ এএফপি
আবারও হাসপাতালে ভর্তি হতে হয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলেকে। কোলন ক্যান্সারের সঙ্গে বেশ কিছুদিন ধরেই যুদ্ধ করে আসছেন ফুটবলের রাজা।
কদিন আগেই কোলন থেকে টিউমার অপসারণ করার জন্য অস্ত্রপচারও করতে হয়েছে ৮২ বছর বয়সী পেলেকে।
নতুন একটি ইনস্টাগ্রাম পোস্টে পেলের হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানান তার মেয়ে।
তবে সবাইকে আশ্বস্ত করে তিনি বলেছেন ডাক্তারদের সার্বিক তত্ত্বাবধানে থাকার পাশাপাশি নিয়মিত চেকআপের উদ্দ্যেশেই হাসপাতালে ভর্তি করা হয়েছে পেলেকে।