জেলেনস্কিকে পুতিন পছন্দ করেন না, তাই বৈঠক আটকে আছে: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং তার বিশ্বাস, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পুতিন অপছন্দ করেন বলেই দুই নেতার মধ্যে বৈঠক আটকে আছে।
ট্রাম্প সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, 'তিনি (পুতিন) তাকে পছন্দ করেন না। আমারও কিছু মানুষ আছে যাদের আমি পছন্দ করি না, আমি তাদের সঙ্গে দেখা করতে চাই না।'
ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কি গত সোমবারের পর আবারও পুতিনের সঙ্গে কথা বলেছেন কিনা। সেই সোমবার ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর (যার মধ্যে জেলেনস্কিও ছিলেন) পুতিনকে ফোন করে একটি শান্তি সম্মেলনের প্রস্তাব দিয়েছিলেন।
হোয়াইট হাউস জানিয়েছে, তারা বিশ্বাস করে পুতিন ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে সম্মত হয়েছেন। তবে ক্রেমলিন এ ব্যাপারে এখনো কোনো প্রতিশ্রুতি দেয়নি এবং কোনো সম্মেলনের সময়ও ঠিক হয়নি।
ট্রাম্পের সর্বশেষ কথোপকথন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি।
ট্রাম্প বলেন, 'তার (পুতিনের) সঙ্গে আমার প্রতিটি কথোপকথনই ভালোভাবে হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এরপরই কোনো বোমা কিয়েভে বা অন্য কোথাও নিক্ষেপ করা হয়, আর তখন আমি খুব রেগে যাই।'
তবুও ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেন, 'আমরা যুদ্ধ শেষ করতে যাচ্ছি।'
তিনি আরও জানান, যুদ্ধ ছাড়াও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণসহ অন্য বিষয়েও পুতিনের সঙ্গে কথা বলেছেন।
ট্রাম্প বলেন, 'আমরা নিরস্ত্রীকরণ চাই। এটি খুব বেশি ক্ষমতাশালী একটি অস্ত্র, আর এ নিয়েও আমরা আলোচনা করেছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যুদ্ধ শেষ করা।'
জেলেনস্কি বলেছেন, তিনি আশা করছেন আসন্ন কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় অংশীদারদের সমর্থনে নিরাপত্তা সহায়তার পরিকল্পনা প্রকাশ করবেন।
গত সপ্তাহে এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জেলেনস্কি লিখেছেন, 'বর্তমানে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় অংশীদারদের দল এটির কাঠামো নিয়ে কাজ করছে।'