‘আপনি স্যুট পরেন না কেন?’: ওভাল অফিসে যে প্রশ্নের মুখে পড়েন জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তার সহযোগীদের সঙ্গে বৈঠকের সময়ে প্রেস বিভাগের এক কর্মী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জিজ্ঞেস করেছেন, "আপনি কেন স্যুট পরেন না?"
তিনি তার কাছে আরও জানতে চান, "আপনি এই দেশের সর্বোচ্চ পর্যায়ের দপ্তরে রয়েছেন, অথচ স্যুট পরতে অস্বীকৃতি জানাচ্ছেন। শুধু জানতে চাই, আপনার কি কোনো স্যুট আছে?"
তিনি বলেন, "অনেক আমেরিকান মনে করছে, আপনি এই দপ্তরের প্রতি সম্মান দেখাচ্ছেন না।"
প্রশ্নগুলো করেছিলেন ব্রায়ান গ্লেন। তিনি ডানপন্থি কেবল চ্যানেল রিয়েল আমেরিকা'স ভয়েস-এর সংবাদদাতা।
তার এই আগ্রাসী প্রশ্নের কারণে মুহূর্তটিই বদলে যায়। এর আগ পর্যন্ত ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট কূটনৈতিক আলাপ বেশ বন্ধুত্বপূর্ণভাবেই চালিয়ে যাচ্ছিলেন। তবে প্রতিবেদকের এ প্রশ্নে প্রথমবারের মতো তাকে ক্লান্ত ও বিরক্ত মনে হলো।
ব্রায়ান গ্লেনের প্রশ্নের উত্তরে জেলেনস্কি বলেন, "এই যুদ্ধ শেষ হলে আমি স্যুট পরব।"
এরপর সাংবাদিকের উদ্দেশ্যে করে বিদ্রুোত্মকভাবে জেলেনস্কি বলেন, "হয়ত আপনার মতো কিছু একটা বা আরও ভালো কিছু, জানি না। বা হয়ত আরও সস্তা কিছু।" তার এ মন্তব্য শুনে কক্ষে উপস্থিত সবাই হাসতে থাকেন।
শুক্রবার, হোয়াইট হাউস প্রেস পুলে সিএনএন-এর পাশাপাশি রিয়েল আমেরিকা'স ভয়েস-কে একটি 'সেকেন্ডারি টিভি চ্যানেলের' ভূমিকা দেওয়া হয়।

হোয়াইট হাউসের পাঠানো সূচিতে অ্যাসোসিয়েটেড প্রেসের সাংবাদিকদের উপস্থিতি নিষিদ্ধ করা হয়। তারই বদৌলতে প্রেসিডেন্টকে ছোট পরিসরের অনুষ্ঠিত বৈঠক যেমন জেলেনস্কির সঙ্গে বৈঠক কভারের সুযোগ পেয়েছে রিয়েল আমেরিকা'স ভয়েস।
হোয়াইট হাউসের করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নির্ধারিত রোটেশনের মাধ্যমে পুল প্রতিবেদকরা এক একসময় এক একজন অনুমোদন পান। তাই যারা উপস্থিত থাকতে পারেন না পরবর্তীতে তারা যারা উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে নেন।
শুক্রবার, প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের রেশ ধরেই জেলেনস্কির পোশাক নিয়ে মন্তব্য করেন ব্রায়ান গ্লেন। হোয়াইট হাউসে জেলেনস্কি যখন গাড়ি থেকে নামছিলেন, তখন ট্রাম্প সাংবাদিকদের সামনেই জেলেনস্কিকে উদ্দেশ করে বলেন, "আজ বেশ পরিপাটি দেখাচ্ছে।"
যুদ্ধ শুরুর পর থেকে, জেলেনস্কি নিয়মিতভাবে তার দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে সংহতি প্রকাশের জন্য স্ট্যান্ডার্ড-ইস্যু ফিল্ড ইউনিফর্ম পরিধান করে আসছেন। তবে তার স্যুট না পরার বিষয়টি অনলাইনে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
বৈঠকের পর প্রেসিডেন্ট জেলেনস্কি আন্তর্জাতিকভাবে ভালোই সমর্থন পেয়েছেন। তবে ব্রায়ান গ্লেনের প্রশ্নের অনেক আগেই বৈঠকটি উত্তপ্ত হতে শুরু করেছিল।
এদিকে আইনপ্রণেতা ও গণমাধ্যম বিশ্লেষকরা ইলন মাস্কের পোশাকের দিকেও ইঙ্গিত দিয়েছেন। এ সপ্তাহের শুরুতে ইলন মাস্ক 'টেক সাপোর্ট' লেখা একটি টি-শার্ট পরে মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়েছিলেন। এমনকি এ মাসের শুরুতে ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বক্তব্য দেওয়ার সময় 'অকোপাই মার্স' লেখা একটি টি-শার্ট পরে এসেছিলেন।
এসব প্রতিক্রিয়ার জবাবে ব্রায়ান গ্লেন গতকাল শনিবার সকালে একটি দীর্ঘ ব্যক্তিগত বিবৃতি পোস্ট করেন। সেখানে যেখানে তিনি ইউক্রেনের মানুষের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন। তবে একই সঙ্গে প্রেসিডেন্ট জেলেনস্কিকে আক্রমণ করে বিবৃতিতে মন্তব্য করেছেন।
তিনি পোস্টে উল্লেখ করেন যে, জেলেনস্কি সাধারণত অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে যে জলপাই-সবুজ সামরিক পোশাক পরেন, তা সম্মানের প্রতীক হতে পারে। কিন্তু তার দেশের জাতীয় প্রতীক সম্বলিত কালো রঙের ট্যাকটিক্যাল সোয়েটার তেমন কিছু বোঝায় না।
গ্লেন লিখেছেন, 'তিনি আবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের সর্বোচ্চ কার্যালয়ে যে পোশাকে প্রবেশ করেছেন, তা তার অসম্মানের প্রতিফলন। এ অসম্মান শুধু আমাদের দেশ, প্রেসিডেন্ট ও মার্কিন নাগরিকদের প্রতি নয় বরং তাদের প্রতিও, যারা ইউক্রেনকে এই মুহূর্ত পর্যন্ত টিকে থাকতে সহায়তা করেছেন।'
গত শুক্রবার গ্লেনের ঘনিষ্ঠ ব্যক্তি জর্জিয়ার প্রতিনিধি মার্জোরি টেলর গ্রিনও সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিতর্ককে সমর্থন জানান।
তিনি লিখেছেন, "আমি ব্রায়ান গ্লেনের জন্য গর্বিত। কারণ তিনি দেখিয়ে দিয়েছেন জেলেনস্কির আমেরিকার প্রতি এতটাই অসম্মান দেখিছেন যে ওভাল অফিসে প্রেসিডেন্টের কাছে অর্থ চাইতে এসেও একটি স্যুট পরতে পারেন না।"