ইরানকে জবাব দিতে আন্তর্জাতিক চাপ প্রত্যাখ্যান নেতানিয়াহুর

আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে বলেছেন, তিনি জার্মান পররাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন যে ইসরায়েল তার পছন্দ মতো সময়ে ও স্থানে এমন এক উপায়ে পদক্ষেপ নেবে, যেটি তাদের জন্য কার্যকরী হবে।
ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল জবাব দেবে কি না, কবে, কোথায় আর কীভাবেই বা জবাব দেবে, কী-ই বা হতে যাচ্ছে, এসব কিছু নিয়ে তুমুল আলোচনার মধ্যে নেতানিয়াহু এ কথা বললেন।
এক্ষেত্রে সাধারণ ঐকমত্য হলো, ইসরায়েল বসে থাকবে না। তারা ঠিকই ইরানের হামলার জবাব দেবে। প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফসহ ইসরায়েলি কর্মকর্তাদের কাছ থেকে এমনটাই শোনা যাচ্ছে।
অনুবাদ: রেদওয়ানুল হক