Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
January 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JANUARY 05, 2026
সরকার গঠনের জন্য পুরোনো বিবাদ ভুলতে রাজি ইমরান!

আন্তর্জাতিক

দ্য ডন 
11 February, 2024, 09:00 pm
Last modified: 11 February, 2024, 09:35 pm

Related News

  • দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড
  • পাঞ্জাব অ্যাসেম্বলিতে ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব পাস
  • শারীরিকভাবে সুস্থ হলেও কারাগারে একাকিত্বে ভুগছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান: দাবি বোনের
  • তিনি ‘সম্পূর্ণ সুস্থ আছেন’: কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর বোন উজমা খান
  • কারাবন্দী ইমরান খানের নিরাপত্তা নিয়ে তাঁর দুই ছেলের গভীর আশঙ্কা

সরকার গঠনের জন্য পুরোনো বিবাদ ভুলতে রাজি ইমরান!

ইমরানের আইনজীবী জানান, বিশেষ শক্তিগুলোর প্রতি (সেনাবাহিনী, বিচারবিভাগ) নওয়াজ শরীফকে জোট সরকার গঠন না করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন ইমরান। কারণ, অতীতে (নওয়াজকে নিয়ে) এই ধরনের পরীক্ষা-নিরীক্ষা কখনই কার্যকরী হয়নি।
দ্য ডন 
11 February, 2024, 09:00 pm
Last modified: 11 February, 2024, 09:35 pm
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: সংগৃহীত

অতীতের তিক্ততা অতীতেই রাখতে চান পাকিস্তান তেহরিক -ই- ইনসাফ দলের প্রতিষ্ঠাতা ইমরান খান। গত শনিবার তাঁর বরাত দিয়ে এমনটাই জানান তাঁর আইনজীবী উমাইর খান নিয়াজি। 

আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, ইমরান খান কেন্দ্রে ফেডারেল সরকার এবং পাঞ্জাব ও খাইবার-পাখতুনখোয়ায় প্রাদেশিক সরকার গঠন করতে চান। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ইমরান খানের সমর্থিত স্বতন্ত্র  প্রার্থীদের বড় জয়ের প্রেক্ষিতে একথা জানান তিনি।  

পেশায় আইনজীবী নিয়াজি ইমরানের খুবই ঘনিষ্ঠ একজন নেতা। নির্বাচনে তিনি ইমরান খানের আদিনিবাস মিয়ানওয়ালি থেকে জাতীয় পরিষদের সাংসদ নির্বাচিত হয়েছেন। 

তিনি জানান, বিশেষ শক্তিগুলোর প্রতি (সেনাবাহিনী, বিচারবিভাগ) নওয়াজ শরীফকে জোট সরকার গঠন না করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন ইমরান। কারণ, অতীতে (নওয়াজকে নিয়ে) এই ধরনের পরীক্ষা-নিরীক্ষা কখনই কার্যকরী হয়নি।

নিয়াজি জানান, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও ভবিষ্যতের কথা চিন্তা করে অতীতের তিক্ততা, বিরোধের কথা ভুলতে রাজি আছেন পিটিআই প্রতিষ্ঠাতা। 

একইসঙ্গে, ভোটের ফলাফলে পিটিআই এর সদস্য যেসব স্বতন্ত্র প্রার্থীকে কারচুপির মাধ্যমে পরাজিত ঘোষণা করা হয়েছে, রোববার তাঁদেরকে নিজ নিজ নির্বাচনী এলাকায় বিক্ষোভ করার নির্দেশনা দিয়েছেন তিনি।   

ইমরানের এই সবুজ সংকেতের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে পিটিআই। সরকার গঠনে নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নে দলের কোর কমিটি এক সভা করেছে। কেন্দ্রীয় সরকার গঠনের লক্ষ্যে, পিটিআই এর স্বতন্ত্রভাবে নির্বাচিত প্রার্থীদের সাথে যোগাযোগ করতে উমাইর নিয়াজিকে নির্দেশ দিয়েছে কমিটি। আলী আমিন গান্দাপুর এবং মিয়াঁ আসলাম ইকবাল নামের আরও দুই সিনিয়র নেতাকে খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবে প্রাদেশিক সরকার গঠনের জন্য নির্বাচিত আইনপ্রণেতাদের সাথে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়। 

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  পিটিআই এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান গওহর আলী খানসহ অন্যান্য শীর্ষ নেতারা আশাপ্রকাশ করেন যে, নির্বাচনে একক দল হিসেবে সবচেয়ে বেশি আসনে পিটিআই সমর্থিত প্রার্থীরা জেতায় প্রেসিডেন্ট আরিফ আলভি পিটিআইকে সরকার গঠনের আহ্বান জানাবেন। 

ইসিপির ভূমিকা নিয়ে অসন্তুষ্ট পিটিআই

ভোট গণনার ফলাফল প্রার্থীদের জানিয়ে দিতে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ফর্ম ৪৫ বিধিমালা অনুসরণ করে। এতে প্রার্থীদের ভোটের দিনই বেসরকারিভাবে ফলাফলের চিত্র জানিয়ে দেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া এই ফলাফলে দেখা যায় অনেক আসনেই ভোট গণনায় বিপুল ব্যবধানে এগিয়ে আছেন পিটিআই এর স্বতন্ত্র প্রার্থীরা। ফলাফল এভাবে সেনাবাহিনীর পছন্দের বিরুদ্ধে যাচ্ছে দেখে হঠাৎ করেই ফল ঘোষণা স্থগিত রাখে ইসিপি। এবং পরবর্তীতে শুক্রবার থেকে আজ রোববার পর্যন্ত দুই দিন ধরে দফায় দফায় বিভিন্ন আসনের ফলাফল জানানো হয়। এতে দেখা যায়, বিপুল ব্যবধানে এগিয়ে থাকা অনেক স্বতন্ত্র প্রার্থী পরে নাটকীয়ভাবে হেরে গেছেন। এই প্রেক্ষিতে, দলটিও ভোটে কারচুপির অভিযোগ তুলেছে। পরাজিত প্রার্থীরা আদালতের শরণাপন্নও হতে শুরু করেছেন। 

এবিষয়ে ইসলামাবাদের সংবাদ সম্মেলনে পিটিআই চেয়ারম্যান গওহর আলী খান নির্বাচন কমিশনের প্রতি ফর্ম ৪৫  এর প্রথম ঘোষণার সাথে সঙ্গতি রেখে নতুন করে নির্বাচনের ফল ঘোষণার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, "(ইমরান) খান সাহেব এখন জেলে আছেন, কিন্তু তিনি স্পষ্ট বলেছেন, আমরা গোলামির জিঞ্জির পরানো আর মানব না। পুরো চিত্র এখন আপনাদের সামনে; পিটিআইয়ের ওপর দমনপীড়ন সত্ত্বেও মানুষ কীভাবে তাঁদের প্রিয় নেতার ডাকে সাড়া দিয়ে দলে দলে এসে ভোট দিয়েছেন তা আপনারা দেখেছেন।"  

الیکشن کمیشن شفاف انتخابات کے انعقاد میں ناکام رہا ہے۔ قانون کا تقاضا ہے کہ رات 2 بجے تک تمام نتائج کا اعلان کیا جائے،بصورت دیگر انتخابی افسران قانونی طور پر نتائج میں تاخیر کی وجوہات فراہم کرنے کے پابند ہیں۔

الیکشن کمیشن کی جانب سے نتائج میں تاخیر کے ذریعے دانستہ طور پر تحریک… pic.twitter.com/omlPBmLmu8— Barrister Gohar Khan (@BarristerGohar) February 10, 2024

এসময় ব্যারিস্টার গওহর দাবি করেন, পিটিআই ১৭০ আসনে জিতেছে, তাই চূড়ান্ত ফলাফলে (যেখানে স্বতন্ত্ররা জিতেছেন ১০১ আসনে) এত হেরফের কীভাবে হলো– সেটি উদঘাটনের জন্য তাঁরা আইনের আশ্রয় নেবেন। 

তিনি বলেন, নির্বাচনের ফলাফল স্বচ্ছ ও সুষ্ঠুভাবে একত্র করা ইসিপির দায়িত্ব, আর এই প্রক্রিয়াটি ঠিকঠাকভাবে হচ্ছে কিনা– তা দেখার জন্য সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, তাঁদের একজন করে নির্বাচনি এজেন্ট এবং একজন করে অনুমোদিত পর্যবেক্ষক থাকার বিধান রয়েছে। 

অভিযোগ রয়েছে, ভোটের দিন অনেক কেন্দ্র থেকেই স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হয়। এমনকী ফলাফল সংকলনের সময়েও স্বতন্ত্র প্রার্থী পিটিআই দলের হলে, তাঁর অনুপস্থিতিতেই একাজটি করা হয়েছে।   

ফলে ইসিপির বিরুদ্ধে গুরুতর কারচুপির অভিযোগ এনেছে পিটিআই। কারণ জাতীয় পরিষদের ২৬৫ আসনের মধ্যে ১৭০টিতেই জয়ের দাবি করছে পিটিআই। এর ভিত্তিতে তাঁরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দাবি করেছে। যেখানে আজ রোববার চূড়ান্ত ফলাফলে ১০১ জন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন বলে জানিয়েছে ইসিপি। 

 

Related Topics

টপ নিউজ

পাকিস্তানের নির্বাচন / ইমরান খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গুলশানে তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২
  • ছবি: বিএনপি মিডিয়া সেল
    আলোচনায় তারেক রহমানকে বহনকারী লাল-সবুজে মোড়া বুলেটপ্রুফ বাস
  • রোববার দুপুরে ফরিদপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ছবি: টিবিএস
    ফরিদপুর-১ আসনে ১৫ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ, ৮ জনের বাতিল
  • ইনফোগ্রাফিক্স: টিবিএস
    সম্পদ হারিয়েও জেলে যাওয়ার ঝুঁকি, ব্যাংকের দ্বৈত আইনি পদক্ষেপে চাপে ঋণগ্রহীতারা
  • ছবি: সংগৃহীত
    গুলশানে চুরির অভিযোগে নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতন, আটক ৫
  • ফাইল ছবি: সংগৃহীত
    ন্যাশনাল ব্যাংক থেকে ৯০৩ কোটি টাকা আত্মসাৎ: ২৬ জনের বিরুদ্ধে দুদকের মামলার সিদ্ধান্ত

Related News

  • দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, স্ত্রী বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড
  • পাঞ্জাব অ্যাসেম্বলিতে ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব পাস
  • শারীরিকভাবে সুস্থ হলেও কারাগারে একাকিত্বে ভুগছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান: দাবি বোনের
  • তিনি ‘সম্পূর্ণ সুস্থ আছেন’: কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর বোন উজমা খান
  • কারাবন্দী ইমরান খানের নিরাপত্তা নিয়ে তাঁর দুই ছেলের গভীর আশঙ্কা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

2
ছবি: বিএনপি মিডিয়া সেল
বাংলাদেশ

আলোচনায় তারেক রহমানকে বহনকারী লাল-সবুজে মোড়া বুলেটপ্রুফ বাস

3
রোববার দুপুরে ফরিদপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

ফরিদপুর-১ আসনে ১৫ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ, ৮ জনের বাতিল

4
ইনফোগ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

সম্পদ হারিয়েও জেলে যাওয়ার ঝুঁকি, ব্যাংকের দ্বৈত আইনি পদক্ষেপে চাপে ঋণগ্রহীতারা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে চুরির অভিযোগে নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতন, আটক ৫

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ন্যাশনাল ব্যাংক থেকে ৯০৩ কোটি টাকা আত্মসাৎ: ২৬ জনের বিরুদ্ধে দুদকের মামলার সিদ্ধান্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net