‘লোকহিতকর কাজ’-এর জন্য মার্কিন অভিনেতা স্টিভেন সিগালকে পুরস্কৃত করলেন পুতিন

হলিউড অভিনেতা স্টিভেন সিগালকে রাশিয়ার একটি শীর্ষ রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে একটি ডিক্রি জারি করা হয়। খবর রয়টার্স-এর।
ডিক্রি অনুযায়ী, আন্তর্জাতিক পর্যায়ে লোকহিতকর কাজ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সিগালকে রাশিয়ার 'অর্ডার অব ফ্রেন্ডশিপ' পদক দেওয়া হয়েছে।
আন্ডার সিজ-এর মতো বিভিন্ন অ্যাকশন সিনেমার অভিনেতা, ৭০ বছর বয়সী সিগাল এ পুরস্কার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি।
সিগালের কাজগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে মানবহিতকর সম্পর্কের জন্য রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রতিনিধি হিসেবে ডিক্রিতে উল্লেখ করা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী অভিনেতা স্টিভেন সিগাল মার্শাল আর্টের চর্চাও করেন। জাপানে কাজ করেছিলেন তিনি। দীর্ঘসময় ধরে পুতিনের প্রশংসা করেছেন তিনি। ২০১৬ সালে পুতিনের কাছ থেকে রাশিয়ার পাসপোর্ট লাভ করেন তিনি।
প্রায়ই রাশিয়া ভ্রমণ করেন সিগাল। ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া অধিগ্রহণ করাকে তিনি 'খুবই যুক্তিসংগত' হিসেবে বর্ণনা করে সমর্থন জানিয়েছিলেন।
২০২১ সালে ক্রেমলিনপন্থী একটি পার্টিতেও যোগদান করেছিলেন সিগাল। গত গ্রীষ্মে রাশিয়ার নিয়ন্ত্রিত ইউক্রেনীয় অঞ্চল ভ্রমণ করেছিলেন। সেখানে রাশিয়ার মদতপুষ্ট একজন বিচ্ছিন্নতাবাদী নেতার সঙ্গে সাক্ষাৎ করেন।
জাতীয় নিরাপত্তার ইস্যুতে ইউক্রেন ২০১৭ সালে সিগালকে পাঁচ বছরের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়।