দুর্নীতির অভিযোগ, লিজেন্ড হোল্ডিংস স্বত্বাধিকারী আবদুল হাইসহ ৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুর্নীতির অভিযোগে লিজেন্ড হোল্ডিংস–এর প্রোপ্রাইটর সৈয়দ মোহাম্মদ আবদুল হাইসহ ৭ জনের দেশত্যাগ নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (২৮ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশন– দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিষেধাজ্ঞা প্রাপ্ত অন্যান্যরা হলেন— এম কামাল হোসেন, মোহাম্মদ জহিরুল হক, মো. বজলুর রশিদ খান, সফিউর রহমান, খন্দকার রবিউল হক ও আলহাজ্ব শেখ সাজেদ আলী।
দুদকের পক্ষে তদন্তকারী কর্মকর্তা ও সংস্থাটির সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান তাদের দেশত্যাগ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে মঞ্জুরীপত্রের শর্ত ভঙ্গ করে নির্ধারিত সময়ে ব্যাংকের টাকা পরিশোধ ও আদায় না করে, অবৈধভাবে ব্যক্তিগত গ্যারান্টারকে অব্যাহতি দিয়ে এবং সার্ভেয়ার ব্যাংকের অনুকূলে মর্টগেজ সম্পত্তি অতিমূল্যায়নের মাধ্যমে ব্যাংকের ২১৪ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা আত্মসাতের অপরাধে মামলাটির তদন্তকার্য পরিচালনার জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
তদন্তকালে গোপন সূত্রে জানা যায় যে, আসামিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে তদন্ত কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।
