ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল
দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে তার বিরুদ্ধে আপিল করেছিলেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন।
আবদুল আউয়াল মিন্টু। ছবি: সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতার বিরুদ্ধে একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিকের আপিল নামঞ্জুর হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে আপিল শুনানিতে মিন্টুর প্রার্থিতা বহাল রাখে কমিশন।
দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে তার বিরুদ্ধে আপিল করেছিলেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন। তার আপিল নামঞ্জুর করে প্রার্থিতা বহাল রেখেছে কমিশন।
