কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল
দ্বৈত নাগরিকত্বের জন্য রবিবার (১৮ জানুয়ারি) কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এর আগে, দ্বৈত নাগরিকত্বের জন্য মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) প্রার্থী কাজি নুরে আলম সিদ্দিকি।
আজ আপিলের দিন এই বিএনপি প্রার্থীর পক্ষে কেউ উপস্থিত হননি।
প্রসঙ্গত, মো. আবদুল গফুর ভূঁইয়া তার দ্বৈত নাগরিকত্বের তথ্য মনোনয়নপত্রে উল্লেখ করেননি। তাই তার মনোনয়ন বাতিল ঘোষণা করে ইসি।
অন্যদিকে, কুমিল্লা-১০ আসনের বিএনপির আরেক প্রার্থী মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা বাতিলই থাকবে। তার মনোনয়ন আগেই বাতিল হয়েছিল, যার বিরুদ্ধে তিনি আপিল করেন। রবিবার সেই আপিল নামঞ্জুর করে ইসি।
