খালেদা জিয়ার মৃত্যুতে সাধারণ ছুটি: পেছাল কালকের জুনিয়র বৃত্তি পরীক্ষা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় আগামীকাল বুধবারের (৩১ ডিসেম্বর) জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ স্থগিত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বোর্ড থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এমতাবস্থায়, চলমান জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর সময়সূচি অনুযায়ী এদিনের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষা আগামী সোমবার (৫ জানুয়ারি) যথাসময়ে অনুষ্ঠিত হবে।'
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ঢাকা বোর্ডের পাশাপাশি দেশের অন্যান্য সকল শিক্ষা বোর্ডকেও পরীক্ষা স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে সারা দেশে আগামীকালকের নির্ধারিত জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত থাকবে।
