আমজনতার দলকে ইসিতে আপিল করার আহ্বান জানালেন ইসি সচিব
নিবন্ধনের দাবিতে অনশনরত 'আমজনতার দল'-এর সাধারণ সম্পাদক মো. তারেক রহমানকে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করার আহ্বান জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
রবিবার (৯ নভেম্বর) বিকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ আহ্বান জানান ইসি সচিব।
আইনগতভাবে বিষয়টি নিষ্পত্তির কথা তুলে ধরে তিনি বলেন, 'আইনগত দিক থেকে আমাদের যেটুকু বলার, সেটা চিঠির মাধ্যমে বলেছি। এখন আপিল করতে পারেন। ঘাটতি যেগুলো আছে, সেগুলো পূরণ করে দিতে পারেন।'
আখতার আহমেদ বলেন, 'আপিল, সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন, সময় বাড়ানো এগুলো প্রচলিত প্রথা। নিশ্চয়ই এটা বিবেচনায় নিবেন।'
তিনি বলেন, 'আন্তরিকভাবে আবেদন করব অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে সুরাহার দিকে নিয়ে যাবেন।'
আমজনতার দল আপিল করতে চাইলে ইসি সচিব বরাবর করতে হবে বলে উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, ইসির নিবন্ধন না পেয়ে আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান গত মঙ্গলবার বিকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের প্রধান ফটকে অনশনে নামেন। ১২২ ঘণ্টা সময় পার করেছেন এ নেতা।
এ বিষয়ে মো. তারেক রহমান বলেন, 'আমি অনশন চালিয়ে যাব। আমার অনশন চালিয়ে যাওয়া, এটাওতো এক প্রকার ইসিতে আবেদন।'
