বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় নেই গুরুত্বপূর্ণ কিছু নাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে, সেখানে দলটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ও আলোচিত নেতার নাম অনুপস্থিত।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং হাবিব উন নবী খান সোহেলের নাম কোনো সংসদীয় আসনের বিপরীতে ঘোষণা করেননি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। এসময় তিনি ২৩৭ জন প্রার্থীর নাম প্রকাশ করেন।
ঘোষণার সময় তিনি বলেন, 'এটি আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা। এর মধ্যেও পরিবর্তন হতে পারে। বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনের শরিকদলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এ পরিবর্তন আনতে পারি। অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে, পার্লামেন্টারি বোর্ড মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন, সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো মেনে আমরা পরিবর্তন নিয়ে আসতে পারব। তবে এই যে সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা দিচ্ছি, এটাকেই ধরে নিতে হবে সবচেয়ে এপ্রোপ্রিয়েট তালিকা।'
দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। সে কারণেই তারা প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন না।
