মিরপুরের পরিবর্তে প্রধান উপদেষ্টা এখন গুলশানের ভোটার

নিজের ভোটার এলাকা পরিবর্তন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালকের অনুমোদনের পর তার ভোটার ঠিকানা মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স থেকে পরিবর্তন করে গুলশান-২ এর বাসার ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। এর ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি গুলশান এলাকাতেই ভোট দিতে পারবেন।
রবিবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, প্রধান উপদেষ্টার ভোটার এলাকা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হয় গত ফেব্রুয়ারিতেই, তবে প্রায় আট মাস পর রবিবার বিষয়টি সংবাদমাধ্যমের মাধ্যমে প্রকাশ পায়।
এনআইডির ডাটাবেজ অনুযায়ী, ড. মুহাম্মদ ইউনূস এতদিন ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সের ঠিকানায়। বর্তমানে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের আওতাধীন ঢাকা-১৭ আসনের গুলশান-২ ঠিকানায় স্থানান্তরিত হয়েছেন।
এর আগে, গত ২ ফেব্রুয়ারি তিনি লিখিতভাবে এনআইডি উইংয়ে ঠিকানা পরিবর্তনের আবেদন করেন। পরবর্তীতে এনআইডির মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর ১৭ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার আবেদনে অনুমোদন দেন। পরদিন, অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি তার ভোটার এলাকা পরিবর্তনের আবেদন কার্যকর করা হয়।
উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে রমজানের আগে, ফেব্রুয়ারির প্রথমার্ধে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। এ সময় নতুন ভোটার সংযোজন, মৃতদের নাম অপসারণ এবং ঠিকানা পরিবর্তনের আবেদনও গ্রহণ করা হয়। বর্তমানে দেশে ভোটারের সংখ্যা ১২ কোটি ৬৩ লাখেরও বেশি।