প্রতিহিংসা নয়, আইনের শাসনে বিশ্বাস করে বিএনপি: ব্যারিস্টার অসীম

বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, দলটি আইনের শাসনে বিশ্বাসী- এমন মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিকে দেওয়া সাক্ষাৎকার বড় পর্দায় প্রদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি ছিল।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গে ব্যারিস্টার অসীম বলেন, 'সাক্ষাৎকারে তারেক রহমান প্রতিহিংসার কথা বলেননি, প্রতিশোধের কথা বলেননি। তিনি বিচারের কথা বলেছেন। দেশের প্রচলিত আইনে আওয়ামী লীগের বিচারের কথা বলেছেন।'
তিনি আরও বলেন, 'বিএনপি রাষ্ট্র মেরামতের ৩১ দফায় বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেছে। স্বাধীন বিচার ব্যবস্থা থাকলে অপরাধীদের বিচার হতেই হবে।'