বিএফআইইউ প্রধান শাহিনুল ইসলামের নিয়োগ বাতিল করল সরকার

বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহিনুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
আজ (৯ সেপ্টেম্বর) বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, জনাব এএফএম শাহিনুল ইসলামের সাথে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
এতে আরও বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ২০ আগস্ট একটি চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ওই কমিটির দায়িত্ব ছিল সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি 'আপত্তিকর ভিডিও'র সত্যতা যাচাই করা, যেখানে শাহিনুল ইসলামের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ ওঠে।
এর একদিন আগে, ১৯ আগস্ট, তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। পরে সরকার তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত জানায়।