'পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখবো, নির্বাচন না করার ব্লেম যেন আমাদের না দেওয়া হয়': সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, "নির্বাচন প্রস্তুতি জানতে চেয়েছেন, আমি বলেছি সংসদ নির্বাচন আয়োজনের জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখছি, নির্বাচন না করার কোন ব্লেম (দায়) যেন আমাদের না দেওয়া হয়,এজন্যই পূর্ণ প্রস্তুতি রাখবো আমরা। "
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আজ বৈঠক করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দুপুর ২টা ২০ মিনিটে সিইসির কক্ষে বৈঠক শুরু করেন তিনি। তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি বৈঠকে অংশ নেন। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিইসি ছাড়া অন্য কাউকে বৈঠকে রাখা হয়নি। প্রায় এক ঘণ্টা এ বৈঠক চলে।
বৈঠক শেষে সিইসি এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, " আমি জানিয়েছি অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আমরা ওয়াদাবদ্ধ। প্রধান উপদেষ্টাও এ বিষয়ে ওয়াদা দিয়েছেন। "
তিনি আরও বলেন, "তারা আমাদের প্রস্তুতি বুঝতে এসেছিলেন। এটা একটা বিশেষ পরিস্থিতি, বিশেষ ধরনের সরকার। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি কথা জানিয়ে আমাদের চিঠি দিয়েছিলেন। রমজানের আগে ভোটের কথা বলেছেন। আমরা প্রস্তুতি জোরদার করেছি এটা ঠিক, তবে প্রস্তুতি শুরু আগেই করেছি।"
তিনি বলেন, "নানা ধরনের টানাপোড়েন আছে। সেজন্য হয়তো সময়টা ঠিক করতে একটু সময় লেগেছে। আমরা চেয়েছি আমাদের ওপর যেন প্রস্তুতি পর্যাপ্ত নয় এই ধরনের ব্লেম যেন না আসে। আমরা কোনো ধরনের ব্লেম নিতে রাজি নই। সেই জন্য আগে থেকে প্রস্তুতি নিতে শুরু করি।"
সিইসি আরও বলেন, "মব কালচার যেটা উনি জানতে চেয়েছেন। আমি বলেছি ভোটের এখনো দেরি আছে। যারা সব সৃষ্টি করে তারা ভোটের সময় এলাকায় চলে যাবে। আর পাওয়া যাবে না। ঢাকা শহরই তো ভোটের সময় খালি হয়ে যায়। তাদের আর পাওয়া যাবে না।"
"একটা কথা তিনি বলেছেন গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে। আমি বলেছি এই দেশটা গুজবের দেশ। তিনি আবার গুজবটা দূর করতে চান। আমি গুজব কানে না নিতে বলেছি," বলেন তিনি।